সংবাদ সম্মেলন থেকে রের করে দেওয়া হয়েছিল নারী সংবাদিকা কে!

 সাংবাদিক মহিলা,

আপনার যেমন স্বাধীনতা আছে সাংবাদিকতা করার,ঠিক তেমনি একজন হুজুরের ও স্বাধীনতা আছে ইসলামী ফরজ বিধান নিয়ম মেনে পর্দা করার।


আপনি শুধু নিজের স্বাধীনতা খুজবেন,আর অন্যের স্বাধীনতা হরন করবেন,এটা কোনো আইন হতে পারেনা।


শায়েখে চরমোনাই একজন স্পষ্টভাষি মানুষ,

তিনি আজকে সহ এর আগেও কয়েকটি প্রোগ্রামে বলেছেন আমি নিজেই পর্দা করি এবং বেপর্দা বেগানা মহিলাদের সামনে যাইনা,এত সুস্পষ্ট বক্তব্য থাকার পরও,এবং এত এত পুরুষ সাংবাদিক থাকা সত্যেও আপনাকে ঐ সাংবাদিক সম্মেলনে যেতে হবে কেন?

Why so important?

তাছাড়া দলের নেতাকর্মীরা আপনাকে খুব সুন্দর ভাবে মার্জিত ভাষায় যেতে নিষেধ করেছেন তারপরও আপনি তাদের কথা সীমালঙ্ঘন করে উল্টো শায়েখে চরমোনাই উপরই দোষ চাপানোর ব্যর্থ চেষ্টা করছেন।


আবার নিরলজ্জ মহিলাদের মত বলছেন আমার কাছে ক্ষমা চাইতে হবে,বা আমার কাছে তারা কেউ ক্ষমা চায়নি।এই শব্দ চয়ন গুলো করে আপনি নিজেকে বেয়াদব হিসেবে উপস্থাপন করেছেন।একটা জায়গাতে সব আলেম এবং হুজুর তারা পর্দা করবে এটা একটা স্বাধীন দেশে তাদের অধিকার,ঐখান থেকে সাবলীল মার্জিত ভাষায় আপনাকে চলে যেতে বলাটা যৌক্তিক বিষয়,এখানে আপনার কাছে ক্ষমা চাইতে হবে কেন?


আগামী পাচঁ তারিখে বরিশাল মেয়ের নির্বাচনের রায় ঘোষনা করা হবে।তার আগে এই ধরনের ঘটনা আমার কাছে পরিকল্পিতই মনে হয়।


জাঝাকাল্লাহ


কপি পোস্ট অনুমোদিত,

শেয়ার ও করতে পারেন


শরীফ মাহমুদ ধন্যবাদ ভাইজান।

©


আপডেট খবর দেখতে জয়েন হতে পারেন: https://t.me/hislamictv4857


#OURTIMES25

#HISLAMICTV

#HABIBULLAH

Comments

Popular posts from this blog

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ!

ইমাম মুয়াজ্জিন হুজুরদের ফাসানো একিবারে সহজ, তাইনা?