ইমাম মুয়াজ্জিন হুজুরদের ফাসানো একিবারে সহজ, তাইনা?

 

ছবি: ইমাম ও মুয়াজ্জিন | ময়না | - সংগৃহিত 

এই দেশে ইমাম মুয়াজ্জিন হুজুরদের ফাসানো একিবারে সহজ, তাইনা?

:::

:::

- মসজিদের ইমামকে ফাঁসানোর জন্য ময়নার নিথর দেহ রাখা হয় মসজিদে 😭

- ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িয়ে ছিলো ময়নার চাচার সাথে। গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর বেলা ময়নার মা ও চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না। 

- ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন, তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকে। দেখা গেলো ময়না মরে না!!তাই চাচা ময়নার লজ্জাস্হানের ভিতরে রট ঢুকিয়ে দেয় তখন ময়না "মুহূর্তে" মারা যায়।😓

- তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসে।মসজিদের ছাঁদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করে-- মসজিদের ইমাম - মুয়াজ্জিন কে। ডিএনএ টেস্ট করে দেখা গেলো ইমাম - মুয়াজ্জিন দু'জনই নির্দোষ। কিন্তু আদালত স্বসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে।দাঁড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদের কে।

- শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে বিষয়গুলো জানতে পারলাম। এই এরকম মা কারো যেন না হয় !!

#highlight

Comments

  1. ভালো মনে হলে শেয়ার করুন!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ!

সংবাদ সম্মেলন থেকে রের করে দেওয়া হয়েছিল নারী সংবাদিকা কে!