২০১৬ সালে মাহে রামাদান অনুষ্ঠানে তেলাওয়াত করে বিচারকদের মন জয় করেছিলেন। আজ সেই ভাইটি পাকস্থলী (লিভার) ক্যান্সারে আক্রান্ত।
মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। অনেকে হয়তো চিনেন।
২০১৬ সালে মাহে রামাদান অনুষ্ঠানে তেলাওয়াত করে বিচারকদের মন জয় করেছিলেন। আজ সেই ভাইটি পাকস্থলী(লিভার) ক্যান্সারে আক্রান্ত।
আল্লাহর দ্বীনের খেদমতকারী এই আলেম ভাই এলাকার একটি স্থানীয় মাদ্রাসায় হাফেজ শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। গত কিছুদিন আগে হটাৎ অসুস্থ হয়ে পরেন। হাস্পাতালে নিলে জানা যায় তিনি লিভার ক্যান্সারের সাথে লড়াই করছেন। ডাক্তারদের পরামর্শ ওনাকে খুব জুরুরি ভাবে অপারেশন করাতে হবে, সেখানে ৯ থেকে ১০ লাখ টাকার মতো লাগবে।
আপনারা সবাই ভালো ভাবেই জানেন দুনিয়াতে দুর্নীতিবাজ ঘুষখুরদের টাকার অভাব হয়না কিন্ত আল্লাহর দ্বীনের খেদমতে যারা নিয়োজিত তারা অভাবের সংসার চালান।
তাদের বেতন ১০ হাজার টাকা হলেও অনেকের চুল্কানি হয়।
এই ভাইটি টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।
আসুন না আমরা সবাই আমাদের হাতখরচের টাকা থেকে ২০ টাকা করে দিয়ে হলেও সাহায্য করি।
এই ভাইকে পুনরায় দ্বীনের খেদমতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা টুকু করি। আল্লাহ হয়তো আপনারা আমার দান কবুল করে এই আলেম ভাইকে সুস্থ করে দিবেন।
সাহায্যের জন্য /নগদ(সেন্ডমানি): 01859298035
নাম: মোঃ তাহসিন ইসলাম সবুজ
ঠিকানা: ঢাকা উত্তরা ৮ নং সেক্টর
বর্তমানে ল্যাবএইড মেডিকেলে ভর্তি।
বিস্তারিত দেখতে ক্লিক করুন:- বিস্তারিত দেখতে ক্লিক করুন!
Comments
Post a Comment