সম্মেলন থেকে অফিসিয়ালী ৯দফা ঘোষণা করা হয়

—মাওলানা সা'দকে বাংলাদেশে আসতে দিলে অন্তর্বর্তিকালীন সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে বলেছেন মধুপুরের পীর সাহেব আল্লামা আবদুল হামিদ হাফিজাহুল্লাহ। এছাড়া সম্মেলন থেকে অফিসিয়ালী ৯দফা ঘোষণা করা হয়।


১. তাবলীগ নিয়ে বিচ্ছিন্ন মহলের সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। 

২. সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 

৩. আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করতে হবে। 

৪. শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামীদের বিচার করতে হবে। 

৫. ১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংস আক্রমণের বিচার করতে হবে। 

৬. কোনো অবস্থাতেই বিভ্রান্ত সাদ সাহেবকে এদেশে আসতে দেয়া হবে না। 

৭. আলেমপন্থীদের বিশ্ব ইজতেমাই সরকারঘোষিত দুই পর্বে করতে দিতে হবে। 

৮. কাকরাইল আজ থেকে কেবলমাত্র শুরায়ি নেজামে পরিচালিত হবে। 

৯. অভিশপ্ত কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে।




Comments

Popular posts from this blog

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ!

সংবাদ সম্মেলন থেকে রের করে দেওয়া হয়েছিল নারী সংবাদিকা কে!

ইমাম মুয়াজ্জিন হুজুরদের ফাসানো একিবারে সহজ, তাইনা?