ভারতের উত্তর প্রদেশের কানপুরেরকয়েকজন উগ্রহিন্দু কিশোর। তাদের সামনে মাথা ঝুঁকিয়ে পা ছুঁতে বলে।

 🔴 ভারতের উত্তর প্রদেশের কানপুরের সারসৌলে ১৩ বছরের এক মুসলিম শিশুকে ঘিরে ধরে সমবয়সী কয়েকজন উগ্রহিন্দু কিশোর। তাদের সামনে মাথা ঝুঁকিয়ে পা ছুঁতে বলে। 

ছবি: সংগ্রহিত

🔴আত্মমর্যাদাসম্পন্ন এই মুসলিম কিশোর তাতে রাজি হয় নি। ছেলেটাকে তারা 'জয় শ্রীরাম' বলতে বলে। জয় শ্রীরাম না বলায় পেটাতে শুরু করে।


🔴একপর্যায়ে কাঁচের বোতল ভেঙে সেই কাঁচের বোতল দিয়ে তিনটা স্ট্যাব করে। পায়ে কাঁচের বোতল ঢুকিয়ে দেওয়া হয়। হামলার ফলে শিশুটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তৎপরতার সাথে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।


🔴উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা নিজেরা সন্ত্রাসী কার্যক্রম চালানোর পাশাপাশি তাদের সন্তানদেরকেও সেভাবে গড়ে তুলছে যাতে দীর্ঘমেয়াদে ভারতে মুসলিমদের উপর নির্যাতন অব্যাহত রাখা যায়। তাইতো আজকে উগ্র হিন্দু কিশোররা একজন মুসলিম শিশুকে মারধর, নির্যাতন করতে কুণ্ঠাবোধ করেনা।

Comments

Popular posts from this blog

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ!

সংবাদ সম্মেলন থেকে রের করে দেওয়া হয়েছিল নারী সংবাদিকা কে!

ইমাম মুয়াজ্জিন হুজুরদের ফাসানো একিবারে সহজ, তাইনা?