বুজুর্গানে নেতায়ানে হেফাজত!

 বুজুর্গানে নেতায়ানে হেফাজত!

ম্যাসেজটা কি রিড করতে পেরেছেন?

_______________________ রশীদ জামীল


  • হেফাজতের নাম ব্যবহার করে অতীতে যারা সাইড বিজনেস করেছেন, অথবা আগামীতে করতে চান, তারা কি বর্তমানের ম্যাসেজটা রিড করতে পেরেছেন? দু'হাজার তেরো আর দু'হাজার চব্বিশ যে এক না, ব্যাপারটি কি বুঝতে পেরেছেন? কিছুটা মনেহয় পেরেছেন। অন্তত, ২৪ ঘন্টার মধ্যে ইউ টার্ন নেওয়া সেটাই প্রমাণ করে। এখন হুশ যদি সহি-সালামতে ঠিকানায় থাকে, তাহলেই হয়। 

  • আমরা জানি, হেফাজতে ইসলামের নেতৃত্বে থাকা অধিকাংশ নেতাই কোনা না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক নেতা হলে এমপি হবার খায়েশ থাকাও জায়েজ আছে। আপনারা আপনাদের দলীয় পরিচয়ে যে যার সাথে খুশি- যান। যে কোনো দলের সাথে নির্বাচনী জোট করেন। সমস‍্যা নাই। কিন্তু হেফাজতের নাম নিয়ে এসব করতে চাইলে আমাদের সমস‍্যা আছে। আর আমাদের সমস‍্যা মানে আপনাদের গুড়ে বালি। মাইন্ড ইট। 

  • রাজনীতি করবেন ভালো কথা। নির্বাচনে দাঁড়াবেন- সেটা আরও ভালো। কিন্তু হেফাজতের ঘাড়ে সওয়ার হয়ে কেন? বিএনপিকে আপনার পছন্দ হতেই পারে। ব্যক্তি আপনি বিএনপির সাথে যেতে চাইলে যান। খালেদা জিয়াকে গিয়ে আম্মা ডাকেন। মির্জা ফখরুল কিংবা সালাউদ্দিনের পা ধরে বসে থাকুন। লাগলে ফজলু পাগলার মুরিদ হয়ে যান গিয়ে। কার কী! কিন্তু হেফাজতের নাম ভাঙিয়ে কেন? হেফাজতে ইসলাম কি আপনার প্রতিষ্ঠিত মাদরাসা, আপনি যার মুহতামিম? সুতরাং যখন যেমন মন চায়- করার লাইসেন্স পেয়ে গেলেন! লক্ষ তরুণের আবেগের জায়গা হেফাজতে ইসলামকে নিয়ে নির্বাচনী দর কষাকষির অধিকার আপনাদের কে দিল? 

  • ইসলামি দলগুলোর মধ্যে আকিদা ও কর্মপন্থাজনিত দূরত্ব থাকার কারণে ঐক্যের সম্ভাবনা আমরা খুবই দেখি। তবে, নির্বাচনী জোট তো হতে পারে। বিএনপি-আওয়ামীলীগের সাথে নির্বাচনী জোট হতে পারলে ভিন্নমতাবলম্ভী ইসলামী দলগুলোর মধ্যে হতে পারবে না কেন? পারলে স্বগোত্রীয়দের মধ্যে জোট করার কথা ভাবুন, না পারলে নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতা স্বীকার করে ঘরে বসে থাকুন।

  • প্লিজ! পুরনো রাজনীতির খেলায় নামবেন না। তারুণ্যের মাথা বিক্রি করে একজন/দুইজন রাজনৈতিক বুজুর্গ একটা/দুইটা সিট বাগিয়ে আনার জন‍্য হেফাজতের জন্ম হয়নি। হেফাজতের ব্যানার কারও ব্যক্তিগত আখের গোছানোর জায়গা না। বিচ্ছিন্ন হয়ে যাবার আগেই সতর্ক হোন। বিএনপির পা চাটাচাটি করে ভিক্ষার সিট হাসিল করা থেকে নিজস্বতা নিয়ে ইজ্জতের সাথে মাথা উঁচিয়ে পরাজয়ের মাঝেও যে সম্মান আছে, সেটা বোঝার মতো বোধটুকুও যদি লোপ পায়, তাহলে কিছুদিন পরে আপনাদের প্রতি করুণা প্রদর্শন করার লোকও খুঁজে পাওয়া যাবে না।

  • হেফাজতের ঘাড়ে সওয়ার হয়ে যে কোনো ধরনের রাজনৈতিক ধান্ধাবাজির ব্যাপারে তারুণ্য যে এখন অনেক বেশি সচেতন, হেফাজত নেতারা আশাকরি মনে রাখবেন। হেফাজতের নাম ব্যবহার করে ব্যক্তিগত নির্বাচনী ফায়দা হাসিলের চেষ্টা করলে কেউ; তিনি যে-ই হোন, কর্মীদের দ্বারাই অবাঞ্চিত ঘোষিত হয়ে ছিটকে পড়তে পারেন হেফাজত থেকে- ব্যাপারটি যত ভালো করে বুঝবেন, ততোই ভালো।

✍️—Rashid Jamil


PostLink: এখানে ক্লিক করুন!

Comments

Popular posts from this blog

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ!

সংবাদ সম্মেলন থেকে রের করে দেওয়া হয়েছিল নারী সংবাদিকা কে!

ইমাম মুয়াজ্জিন হুজুরদের ফাসানো একিবারে সহজ, তাইনা?