আত্মহত্যা নিঃসন্দেহে অমার্জনীয় পাপ।

আত্মহত্যা নিঃসন্দেহে অমার্জনীয় পাপ।

আত্মহত্যা নিঃসন্দেহে অমার্জনীয় পাপ।


আত্মহত্যাকারী ব্যক্তিকে আমরা ঘৃণা করি, কিন্তু তার চেয়েও কি বেশি ঘৃণিত ও নিকৃষ্ট নয় সেই জীবিত ব্যক্তি! যে তাকে এত তীব্র ডিপ্রেশনে ঠেলে দিয়েছে? যে ব্যক্তি এমন হারাম সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবে না, এবং আত্মহত্যার সবচেয়ে ভয়াবহ পদ্ধতি বেছে নেয়?


মানুষের সহ্যশক্তিরও একটি সীমা আছে।

কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়ে গেছে—চেনা-পরিচিত মুখের ভেতরে লুকিয়ে থাকা হিংস্র জানোয়ার, যারা নির্মম স্বার্থান্বেষী হয়ে অন্যকে এমন অবধারিত হতাশায় ফেলে দেয়, যে মানুষটি একসময় সব পথ বন্ধ দেখে আত্মহননের ভয়ংকর পথ বেছে নেয়।


নিচের ছবিটাই তার প্রমাণ। ভাবতেই হৃদয়ে রক্তক্ষরণ হয়—মানুষ আদৌ কি এমনভাবে নিজেকে শেষ করতে পারে? আহ!!! কত কঠিন ডিপ্রেশনে ভুগলে এমন সিদ্ধান্ত নেয়!

আপনার পরিচিত, বন্ধু, আপনজনদের খোঁজ নিন।

তারা কেমন আছে, জিজ্ঞেস করুন।

ডিপ্রেশনের সময়ে পাশে থাকুন, তাদের মন খুলে কথা বলার সুযোগ দিন,পরামর্শ দিন।

সবচেয়ে বড় কথা, তার মানসিক দিককে প্রাধান্য দিন।

Comments

Popular posts from this blog

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ!

সংবাদ সম্মেলন থেকে রের করে দেওয়া হয়েছিল নারী সংবাদিকা কে!

ইমাম মুয়াজ্জিন হুজুরদের ফাসানো একিবারে সহজ, তাইনা?