একটি গমের দানাও না ঢুকার হুমকি সন্ত্রাসী ইসরাইলের!
🚨 পানি সরবরাহ বন্ধের পর এবার গাজায় একটি গমের দানাও না ঢুকার হুমকি সন্ত্রাসী ইসরাইলের!
সুত্র: টেলিগ্রাম
🔴 ফিলিস্তিনে চলমান গণহত্যার মধ্যে গাজায় গমের একটি দানাও ঢুকবে না বলে জানিয়েছে অবৈধ ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
এর আগে গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি কোম্পানি মেকোরোট থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। ফলে উপত্যকাটিতে মোট পানি সরবরাহের ৭০ শতাংশই বন্ধ হয়ে গেছে।
🔴 স্মোট্রিচ বলেছে, এখন গাজা থেকে ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকেই অগ্রাধিকার দেবে।
Comments
Post a Comment