জাতীয় ঐক্যমত কমিশনে প্রস্তাবনা দিয়েছে, সেখানে তারা বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে।
জাতীয় ঐক্যমত কমিশনে প্রস্তাবনা দিয়েছে, সেখানে তারা বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর সাহেব) গতকাল জাতীয় ঐক্যমত কমিশনে প্রস্তাবনা দিয়েছে, সেখানে তারা বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে।
এদিকে দেশের মিডিয়াগুলো নিউজ করছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম পরিবর্তন চায়! কি অদ্ভুত সাংবাদিকতা!
ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সুপারিশ করেছে সেটা তো অমূলক কিংবা অযৌক্তিক নয়। বাংলাদেশের সাংবিধানিক নাম “ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” এখানে গণপ্রজাতন্ত্রী দ্বারা যে রাজা এবং প্রজার বিষয়টা বলা হয়েছে, এখন আমি যদি এই সংবিধানকে জিজ্ঞেস করি, বাংলাদেশে এখন কে রাজা আর কে প্রজা? সংবিধান কি উত্তর দিতে পারবে বলে মনে হয়?
নাকি সরকারে যারা থাকবেন তারা রাজা, আর বাকী জনগণ সব প্রজা; এমনটি?
রাজা-প্রজার আমল তো অনেককাল আগেই খতম হয়ে গেছে, তাহলে আজকের এই আধুনিক বাংলাদেশে রাজা-প্রজার সিস্টেম থাকা কি উচিত?
সুতরাং বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করা যেতেই পারে। ২০২৫ সালের নতুন বাংলাদেশে অনেককিছুই সংস্কার করতে হবে। তবেই বাংলাদেশকে সিংগাপুর কিংবা মালয়েশিয়ার কাতারে নেওয়া যাবে, অন্যথায় সম্ভব নয়।
ফারুক হাসান
মুখপাত্র
গণঅধিকার পরিষদ
Comments
Post a Comment