আনন্দ ভ্রমণ ২০২৫

 আনন্দ ভ্রমণ ২০২৫

আনন্দ ভ্রমণ ২০২৫

- তামনেল দেখেই বুঝতে পারছেন যে, ভিডিও টি কোন বিষয়ে তৈরি করা হয়েছে!


Video দেখতে এখানে ক্লিক করুন: আনন্দ ভ্রমণ ২০২৫

- USNK এর দায়িত্বশীলদের পরামর্শক্রমে।


- গতবৎসর এর শিক্ষা সফরের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল যে, USNK - ❝ওলামা স্মৃতি নওজোয়ান কাফেলা'র❞ সবাই মিলে চট্টগ্রাম শহরের পর্যটন এলাকায় শিক্ষা সফরের আয়োজন করার কথা! কিন্তু, আমরা থাতে ব্যার্থ হই!😭


- আমার মনে ধারনা হয়েছিল যে, এই বৎসর মনই আর শিক্ষা সফরের আয়োজন হবে না!

গত ১০ই এপ্রিল'২৫ ইসায়ী জোহরের পর USNK -এর দায়িত্বশীল #মুহাম্মদ_জুনাইদ হটাৎ আমাকে কল দিয়ে বলে "ওনে হন্ডে এহন, আর আছরের নামায ভাদালিয়া বড় মাদ্রাসা সংলগ্ন মুহাম্মদ মিধ্যা জামে মসজিদে আদায় করতে বলেন" 

আর আমি থাকে সহজেই বলে দিয়েছি যে, আমি এখন জলদী মিয়ার বাজারে ❝মার্কাযুস্ সুফ্ফাহ মাদ্রাসায়❞ আছি! আমরা একটা কাজ আছে, আমার যাইতে এশার ওয়াক্তও হতে পারে আছরের নামায আমি ঐখানে আদায় করতে পারবো না।

যাইহোক তখন সে বলল আমরা আগামীকাল সফরে যাবো আমি জিজ্ঞেস করালাম কে কে যাবে, তখন সে বলল আমর সাথে আছে

১/ মুহাম্মদ ইউসুফ

২/ মুহাম্মদ কেফায়েতুল্লাহ

৩/ মুহাম্মদ মামুন

৪/ মুহাম্মদ রায়হান

৫/ মুহাম্মদ জুনায়েদ —তখন আমি বললাম আপনারা সবাই গেলে আমিও যাবো ইনশাআল্লাহ!


- জুমাবার সকাল ৯টায় আমরা সফরের উদ্দেশ্যে রওনা হই, গাড়ির মধ্যে অনেক আনন্দময় মুহুর্ত হেয়েগেল যা আমি বলে বুঝাতে পারবো না!

-তারপরেও কিছু আলোচনা না করলে নয়, ধারাবাহিক সংগীত পরিবেশনের একটি আনন্দময় মুহুর্ত —বিরতি হয় MANNA GARDEN এ পৌছে!


- সেখানে গিয়ে আরেক আনন্দে মগ্ন হয়ে পড়ি ছবি তোলা, ভিডিও করা ও গোল টেবিল বৈঠকেরও সুযোগ হয়েছিল। একটা কথা ভুলেই গেছি টিকেট নিতে হইছে গেইট দিয়ে ঢুকতেই ৩০/= টাকা করে! —আরেকটা মঝার বিষয় হলো ❝মেন্না গার্ডেন❞ এর একজন সদস্য আমাদের কে ঢাকে প্রথমে আমি যেতে চাইনি কারণ আমার ভয় লাগছিল, কয়েকবার ঢাকার পর সবাই মিলে গেলাম, তিনার হাতে অনেক দিনের পুরনো শুকনো একটা রুটি আছে, তিনি বলে ঐ রুটি দিয়ে আমাদেরকে জাতীয় মাছ পাঙ্গাশ ধরতে!

অবশেষে সেখান থেকে এসে গোল টেবিল বৈঠক করি। তার পর সবাই মিলে এক সাথে বাহির হয়ে পড়ি মেন্না গার্ডেন থেকে।


- এবার আমরা রওনা হবো হিলটপ পার্কের উদ্দেশ্যে সেখানে তেমন আনন্দ হয় নাই, তবে ওখানে দেখতে পেলাম অনেক দিনের পুরনো বাঙ্গা বাঙ্গা অনেক সিড়ি!

সেই সিড়িতে তোলা ছবি গুলো কেন যানি না আমার কাছে বেশি সুন্দর হয়েছে মনে হইতেছে, উপরে উঠেও কয়েকটা ছবি তোলেছি তাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে!


- জুমাবার জুমার আজানের ৩০মি. বাকী আছে, আমরা এখন —হিলটপ পার্ক— থেকে বাহির হয়ে বখতিয়ার পড়া তরতীলুল কুরআন মাদ্রাসা'র উদ্দেশ্যে রওনা হলাম, সেখানে গিয়ে আমরা সবাই নিজেদের হাজত শেষ করে ❝বাইতুল আমান জামে-মসজিদ❞ এ জুমার নামাজ আদায় করি। জুমার নামাজের পর পরিচিত তিন/চার জন শিক্ষকের সাথে কোশল বিনয়ী হওয়ার কারণে, আমাদের আর হোটেলে যাওয়া হয় নাই। 

দুপুরের মেহমানদারীতে মুগ্ধ হলাম "বখতিয়ার পাড়া তারতীলুল কুরআন মাদ্রাসায়"


- অত্র মাদ্রাসার হেফজ বিভাগের দেয়ালে লাগানো কিছু চিত্র যাতে লেখা ছিল শিক্ষা নিয় অনেক কিছু! আপনারাও যেন উপকৃত হতে পারেন তার জন্য আমি সেগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি!


- তারপর সেখান থেকে বাহির হয়ে ক্বারী মাওলানা আব্দুল গণী (রহ.) কবর জিয়ারতে ধন্যহলাম! মাদ্রাসা নিয়ে ক্যামরা বন্দি হলাম।


- সেখান থেকে একটু হাটলেই বাজার, বাজার থেকে CNG করে পারকী সী-বীচ গেলাম ২০০/= টাকা বাড়া নিছে, অল্প কিছুতে ক্যামরা বন্দি হই!

আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম তাই আনন্দ করতে পারি নাই, আবার আনন্দ যা হইছে তা ভুলবার মতো না।


- অবশেষে আমরা বাড়ীর উদ্দেশ্যে রাওনা হলাম পারকী সী-বীচ থেকে! CNG করে চৌমুহনী, চৌমুহনী থেকে বাঁশখালী মিয়ার বাজার।


- Alhamdulillah ১১/০৪/২০২৫ ঈসায়ী আমরা ওলামা স্মৃতি নওজোয়ান কাফেলা'র ২য় সফর সম্পন্ন করি!


সফরের পর্যটন এলাকা!

মেন্না_গার্ডেন

হিলটপ_পার্ক

পারকী সী-বীচ ভ্রমনের অনুভূতি ৷


প্রিয়দের সাথে আনন্দ বিনীময় মুহুর্তগুলো আসলেই Happy.


এই অনুভূতি আপনিও প্রকাশ করতে বাধ্য হবেন যে, এক_সঙ্গে সফরে আনন্দ কেমন হতে পরে ৷


আপনার ক্ষেত্রেও যদি এমন টি হয়ে থাকে, তাহলে অনুভূতিটি কমেন্টে রেখে যাওয়ার বিশেষ অনুরোধ রইল।


দেখা হচ্ছে অন্য কোনো ভিড়িওতে সে পর্যন্ত! ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ! 

..

..H.Islamic tv 024

আপডেট খবর দেখতে জয়েন হতে পারেন: https://t.me/hislamictv4857


#OURTIMES25

#HISLAMICTV

#HABIBULLAH

Comments

Popular posts from this blog

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ!

সংবাদ সম্মেলন থেকে রের করে দেওয়া হয়েছিল নারী সংবাদিকা কে!

ইমাম মুয়াজ্জিন হুজুরদের ফাসানো একিবারে সহজ, তাইনা?