“জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি”
আচ্ছালামুয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন! আপনাদের সামনে হাজির হয়েছি জুলাই গণঅভ্যুত্থানের
![]() |
বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম |বাংলাদেশ |
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৫ই আগস্ট পালন করা হয় “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উদযাপন উপলক্ষে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখা।
৩৬ জুলাই, এই দিনে আমরা স্বাধীন হয়েছি, সৈরা শাসক হাসিনা থেকে! তাই উক্ত প্রোগ্রামে জমায়েত হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, আলেম-ওলামা, শিক্ষার্থীবৃন্দ!
ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং সকল সহযোগী সংগঠন এর দায়িত্বশীল, নেতা-কর্মী-সদস্যবৃন্দ!
উক্ত সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন:
১/ মাওলানা মুহাম্মদ কলিমুল্লাহ
সভাপতি:-IAB বাঁশখালী পৌরসভা
২/ মাও. মুনিরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক:- IAB BU.
৩/ মাও. আব্বাস উদ্দীন
সাধারণ সম্পাদক: IJAB চট্টগ্রাম দক্ষিণ জেলা
৪/ মাও. এস এম ফয়জুল্লাহ
সেক্রেটারি জেনারেল: IAB BU.
৫/ মুফতি নুরুল আমিন সাহেব
সভাপতি: IAB BU.
৬/ মাও. ইয়াসিন আমিনী
সহ-সভাপতি: জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ BU.
৮/ মাওলানা মুজাহিদ ছগির চৌধুরী
সভাপতি: IAB চট্টগ্রাম দক্ষিণ জেলা
৯/ আল্লামা হা.ফরিদ আহমদ আনছারী সাহেব
সম্ভব্য MP বাঁশখালী-১৬ নং আসন।
বাদে আছর গণ মিছিল: পালন করা হয়, শহিদ ইউসুফ কমপ্লেক্স চত্বর থেকে উপজেলা পরিষদ হয় বাঁশখালী থানা পর্যন্ত।
সমাবেশ ও গণমিছিলের সমাপ্তি হয় দু'আর মাধ্যমে: দু'আ পরিচালনা করেন আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনছারী সাহেব
সম্ভব্য MP বাঁশখালী উপজেলা।
Comments
Post a Comment