“জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি”

 আচ্ছালামুয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন! আপনাদের সামনে হাজির হয়েছি জুলাই গণঅভ্যুত্থানের 

বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম |বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৫ই আগস্ট পালন করা হয় “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উদযাপন উপলক্ষে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছেন,

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখা।


৩৬ জুলাই, এই দিনে আমরা স্বাধীন হয়েছি, সৈরা শাসক হাসিনা থেকে! তাই উক্ত প্রোগ্রামে জমায়েত হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, আলেম-ওলামা, শিক্ষার্থীবৃন্দ! 

ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং সকল সহযোগী সংগঠন এর দায়িত্বশীল, নেতা-কর্মী-সদস্যবৃন্দ!


উক্ত সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন:

১/ মাওলানা মুহাম্মদ কলিমুল্লাহ

    সভাপতি:-IAB বাঁশখালী পৌরসভা

২/ মাও. মুনিরুল ইসলাম

    সাংগঠনিক সম্পাদক:- IAB BU.

৩/ মাও. আব্বাস উদ্দীন

   সাধারণ সম্পাদক: IJAB চট্টগ্রাম দক্ষিণ জেলা 

৪/ মাও. এস এম ফয়জুল্লাহ

   সেক্রেটারি জেনারেল: IAB BU.

৫/ মুফতি নুরুল আমিন সাহেব

   সভাপতি: IAB BU.

৬/ মাও. ইয়াসিন আমিনী 

   সহ-সভাপতি: জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ BU.

৮/ মাওলানা মুজাহিদ ছগির চৌধুরী

    সভাপতি: IAB চট্টগ্রাম দক্ষিণ জেলা

৯/ আল্লামা হা.ফরিদ আহমদ আনছারী সাহেব

   সম্ভব্য MP বাঁশখালী-১৬ নং আসন।


বাদে আছর গণ মিছিল: পালন করা হয়, শহিদ ইউসুফ কমপ্লেক্স চত্বর থেকে উপজেলা পরিষদ হয় বাঁশখালী থানা পর্যন্ত। 


সমাবেশ ও গণমিছিলের সমাপ্তি হয় দু'আর মাধ্যমে: দু'আ পরিচালনা করেন আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনছারী সাহেব

সম্ভব্য MP বাঁশখালী উপজেলা।

Comments

Popular posts from this blog

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ!

সংবাদ সম্মেলন থেকে রের করে দেওয়া হয়েছিল নারী সংবাদিকা কে!

ইমাম মুয়াজ্জিন হুজুরদের ফাসানো একিবারে সহজ, তাইনা?