হাটহাজারী, ভোলা এবং বি-বাড়িয়ার ঘটনাগুলো স্পষ্ট প্রমাণ করে
হাটহাজারী, ভোলা এবং বি-বাড়িয়ার ঘটনাগুলো স্পষ্ট প্রমাণ করে, ওদের মূল টার্গেট হচ্ছে আলেম সমাজকে দমন করা। পরাজিত শক্তি বারবার ভিন্ন ভিন্ন মোড়কে দাঙ্গার চেষ্টা করছে।
প্রশাসন আজও দর্শকের ভূমিকায়
এতে পরিষ্কার, অদৃশ্য দালালচক্র এখনো সক্রিয়।
তাই তৌহিদী জনতা ও আলেম সমাজকে বলছি
সোচ্চার হোন, সতর্ক হোন, বুঝে-শুনে, চিন্তা করে এগিয়ে চলুন। বিজয়ের হাসি আমরাই হাসবো, ইনশাআল্লাহ।
তবে যারা এখনো দালালের ভাষায় কথা বলবে, নামধারী আল্লামা হলেও সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করবে।
✍️ মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী
পোস্ট লিংক: https://www.facebook.com/share/1JfCr29aH9/
Comments
Post a Comment