চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে, হাতপাখার প্রার্থী হলেন; আলহাজ্ব জুলফিকার আলী
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে, হাতপাখার প্রার্থী হলেন; আলহাজ্ব জুলফিকার আলী
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন আলহাজ্ব জুলফিকার আলী। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৬ অক্টোবর শনিবার রাতে চূড়ান্তভাবে তার নাম ঘোষণা করা হয়। পূর্বে ঘোষিত প্রার্থী মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী শারীরিক অসুস্থ থাকায় তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর জেলা দায়িত্বশীলদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের গোপন ভোটে মতামত নেওয়া হয়, যেখানে অধিকাংশের সমর্থনে জুলফিকার আলীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
আলহাজ্ব জুলফিকার আলী ফটিকছড়ি উপজেলার ২নং দাঁতমারা ইউনিয়নের ছেট বেতুয়া গ্রামের কৃতী সন্তান। তিনি স্থানীয় প্রখ্যাত আলেম মাওলানা গণী আহমদের পুত্র এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহঃ এর ভায়রা ভাই হয়। দীর্ঘ দুই দশক ধরে তিনি ফটিকছড়ির আলেম-উলামা ও সাধারণ মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। সমাজসেবায় তাঁর অবদান ব্যাপকভাবে প্রশংসিত। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, মাদরাসা প্রতিষ্ঠাতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে সুপরিচিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ কর্মী। প্রবাসে থেকেও তিনি দ্বীনি ও সামাজিক কাজে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন আজমান (RGT)-এর ধর্ম সম্পাদক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশে বিদেশে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। নারী শিক্ষার প্রসারে তিনি দাঁতমারায় প্রতিষ্ঠা করেছেন “হযরত খাদিজাতুল কোবরা (রা.) মহিলা মাদরাসা”, যা এলাকার নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সপ্তাহ খানেকের মধ্যে দেশে ফিরে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান।
আলহাজ্ব জুলফিকার আলী বলেন, “হাতপাখা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, আদর্শ ও সেবার প্রতীক। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি বিজয়ের পথে এগিয়ে যাব।”
স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, জুলফিকার আলীর প্রার্থীতা ফটিকছড়িতে ইসলামী আন্দোলনের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং এলাকার ধর্মপ্রাণ মানুষ তাকে আন্তরিকভাবে সমর্থন জানাবে।
- আপডেট দেখুন: H.Islamic tv 024
আপডেট খবর দেখুন: https://t.me/hislamictv4857
#hitv48 #hislamictv #habibullah #habibullah_habib #habib_islamic

Comments
Post a Comment