বিবাহের ১৫ দিনের মাথায় মেয়ের লাশ মেনে নিতে পারছে না মা-বাবা!-🥲

- বিবাহের ১৫ দিনের মাথায় মেয়ের লাশ মেনে নিতে পারছে না মা-বাবা!-🥲

- মা-বাবার ধারণা, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে, তাই তারা সঠিক তদন্তের মাধ্যমে | এর একটা সুষ্ঠু বিচারের জন্য বাঁশখালী থানার স্বরনাপন্ন হয় | বর্তমানে লাশ পুলিশের হেফাজতে আছেন।

- পরিবারের আসা তারা সুষ্টু বিচার পাবে!

- পরিবারের দাবি, তাদের মেয়ের খুনির পাশি চাই।

- যতদূর জানাগেছে, মেয়ে জানতে পারছে, স্বামীর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, এর মধ্যেই নতুন ইতিহাস...👇👇 

এ মেয়েটির সাথে!-👇👇

স্থান: মিনজিরীতলা, খালাইচ্যার দোকান, বাঁশখালী, চট্টগ্রাম।

- আরো পড়ুন: 👇👇

প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সিনিয়র উপদেষ্টা জনাব Kamal Uddin ভাইয়ের ভাগ্নী হত্যার বিচার চাই। "খুনি স্বামী শাহাবুদ্দিনের ফাঁসি চাই "

গত ২৩ শে অক্টোবর ০২৫ ইংরেজি ৭ নং সরল ইউনিয়নের আওতাধীন পাইরাং ৯ নম্বর ওয়ার্ড মোজাম্মেল ড্রাইবারের বাড়ির মুজিবুল হকের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খাইলাইচ্যারো দোকানের পূর্ব পাশে পরানী বর বাড়ির মোস্তাক আহমেদ এর ছেলে শাহাবুদ্দিনের সাথে বিয়ে হয়,প্রতিবেশীদের ভাষ্যমতে বিয়েতে চুক্তি মোতাবেক ৪০০ বৈরাত ও ৫ পদ ফার্ণিচার দেন মেয়ের পরিবার কিন্তু বিয়ের পরদিন থেকে যৌতুক লোভী স্বামী ও তার পরিবার বৈরাতী খানা ও ফার্ণিচার পছন্দ মোতাবেক না হওয়ায় মানসিক ও শারীরিক নির্যাতন চালায় নব বধূ জান্নাতুল ফেরদৌসের উপর,আজ বিয়ের ১৫ দিনের মাথায় হাতের মেহেদী শুকনোর আগেই গলা টিপে ও বালিশ চাপা দিয়ে তরতাজা একটি প্রাণ কেড়ে নেয় ঘাতক স্বামী ও তার পরিবার, আমরা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে জোর দাবী জানাই ঘাতক খুনি স্বামীকে অতিসত্বর গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হউক।

সংগৃহিত।


- আপডেট দেখুন: H.Islamic tv 024

- আপডেট খবর দেখুন: https://t.me/hislamictv4857

Comments

Popular posts from this blog

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ!

সংবাদ সম্মেলন থেকে রের করে দেওয়া হয়েছিল নারী সংবাদিকা কে!

ইমাম মুয়াজ্জিন হুজুরদের ফাসানো একিবারে সহজ, তাইনা?