বিবাহের ১৫ দিনের মাথায় মেয়ের লাশ মেনে নিতে পারছে না মা-বাবা!-🥲
- বিবাহের ১৫ দিনের মাথায় মেয়ের লাশ মেনে নিতে পারছে না মা-বাবা!-🥲
- মা-বাবার ধারণা, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে, তাই তারা সঠিক তদন্তের মাধ্যমে | এর একটা সুষ্ঠু বিচারের জন্য বাঁশখালী থানার স্বরনাপন্ন হয় | বর্তমানে লাশ পুলিশের হেফাজতে আছেন।
- পরিবারের আসা তারা সুষ্টু বিচার পাবে!
- পরিবারের দাবি, তাদের মেয়ের খুনির পাশি চাই।
- যতদূর জানাগেছে, মেয়ে জানতে পারছে, স্বামীর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, এর মধ্যেই নতুন ইতিহাস...👇👇
এ মেয়েটির সাথে!-👇👇
স্থান: মিনজিরীতলা, খালাইচ্যার দোকান, বাঁশখালী, চট্টগ্রাম।
- আরো পড়ুন: 👇👇
প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সিনিয়র উপদেষ্টা জনাব Kamal Uddin ভাইয়ের ভাগ্নী হত্যার বিচার চাই। "খুনি স্বামী শাহাবুদ্দিনের ফাঁসি চাই "
গত ২৩ শে অক্টোবর ০২৫ ইংরেজি ৭ নং সরল ইউনিয়নের আওতাধীন পাইরাং ৯ নম্বর ওয়ার্ড মোজাম্মেল ড্রাইবারের বাড়ির মুজিবুল হকের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খাইলাইচ্যারো দোকানের পূর্ব পাশে পরানী বর বাড়ির মোস্তাক আহমেদ এর ছেলে শাহাবুদ্দিনের সাথে বিয়ে হয়,প্রতিবেশীদের ভাষ্যমতে বিয়েতে চুক্তি মোতাবেক ৪০০ বৈরাত ও ৫ পদ ফার্ণিচার দেন মেয়ের পরিবার কিন্তু বিয়ের পরদিন থেকে যৌতুক লোভী স্বামী ও তার পরিবার বৈরাতী খানা ও ফার্ণিচার পছন্দ মোতাবেক না হওয়ায় মানসিক ও শারীরিক নির্যাতন চালায় নব বধূ জান্নাতুল ফেরদৌসের উপর,আজ বিয়ের ১৫ দিনের মাথায় হাতের মেহেদী শুকনোর আগেই গলা টিপে ও বালিশ চাপা দিয়ে তরতাজা একটি প্রাণ কেড়ে নেয় ঘাতক স্বামী ও তার পরিবার, আমরা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে জোর দাবী জানাই ঘাতক খুনি স্বামীকে অতিসত্বর গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হউক।
সংগৃহিত।
- আপডেট দেখুন: H.Islamic tv 024
- আপডেট খবর দেখুন: https://t.me/hislamictv4857


Comments
Post a Comment